উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী দলের কৃতি ফুটবলার পাহাড়ি তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ফিফার রেফারি জয়া চাকমাকেও সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে রাঙামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতি ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রাযোগে রাঙামাটি শহর প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে আনা হয়।
তিন কৃতি ফুটবলারদের জেলা প্রশাসন ১ লাখ টাকা, রাঙামাটি সেনা রিজিয়ন ১ লাখ টাকা, পার্বত্য জেলা পরিষদ ১ লাখ টাকা, পৌরপ্রশাসক ৫০ হাজার টাকার চেক দেয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পৌরপ্রশাসক নাসরিন সুলতানা তাদের হাতে সম্মাননা চেক তুলে দেন।
৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় নারী ফুটবল দল। দলের হয়ে ঋতুপর্ণা, মনিকা ও রূপনা তাদের নৈপুণ্য দেখান।
ডিজে