সাফ গেমসে পদক জয়ী জুরাছড়ির দুই খেলোয়াড়কে সংবর্ধনা
নেপালে সদ্য সমাপ্ত ১৩তম দক্ষিণ এশিয়ান গেমস (সাফ গেমস) ব্রোঞ্জ পদক জয়ী জুরাছড়ি দুই কৃতি খেলোয়াড় সুর কৃষ্ণ চাকমা ও মেয়েবী চকমাকে রাঙামাটিস্থ জুরাছড়ি অফিসার্স ক্লাবের আয়োজনে গত ২৩ ডিসেম্বর সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল তানভীর হোসেন ও বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
প্রধান অতিথি বলেন, ‘এই প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার দুই গর্বিত সন্তান ক্রীড়াঙ্গনে দেশের মানচিত্র উজ্জ্বল করেছেন। এই সুনাম ধরে রাখতে আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ক্রীড়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন সার্বিক সহযোগিতা দিবে।’
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বক্তব্য রাখেন। উপজেলা রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলমের সঞ্চালনায় ও জুরাছড়ি নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ।
সংবর্ধিত ব্রোঞ্জ পদক জয়ী সুর কৃষ্ণ চাকমা জানান, ‘এই পদক নিয়ে আমি থেমে থাকতে চাই না, যেদিন লাল সবুজের পতাকা নিয়ে স্বর্ণ পদক জয় করতে পারব সেদিনই আমার জীবনটা স্বার্থক বলে মনে করব। এজন্য আমি সবার আর্শিবাদ কামনা করি।’