চট্টগ্রামের হাটহাজারীতে বিষধর সাপের কামড়ে আরিফুল ইসলাম তুহিন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার মাওলানা হাসমত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত তুহিন ওই এলাকার সালাউদ্দিনের পুত্র। সে ছিপাতলি ইউপির ঈদগাহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে তাকে বাড়ির পাশে বিষধর সাপে কামড় দিয়েছিল। কিন্তু সাপটি বিষধর নয় মনে করে অবহেলা করে তার পরিবার। একপর্যায়ে বিষক্রিয়ায় তুহিনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম তুহিনকে ভোরে আশংকাজনক অবস্থায় হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা শিকার করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, ‘তুহিনকে বিষধর সাপ কামড় দেওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করে।’
এএস/এমএফও