s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

সাপের কামড়ের চিকিৎসা নিতে চট্টগ্রামে আসার পথে কুমিল্লার স্কুলছাত্রীর মৃত্যু

0

শিশুটিকে সাপ কামড় দিয়েছিল কুমিল্লার বুড়িচং উপজেলার বাড়িতে। পুরো কুমিল্লায় সাপের কামড়ের চিকিৎসা না থাকায় সাত বছর বয়সী ওই শিশুকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে চৌদ্দগ্রাম আসতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই স্কুলছাত্রী।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ছাত্রী কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল পূর্বপাড়া গ্রামের ওমান প্রবাসী মাহে আলমের মেয়ে মরিয়ম আক্তার তম্বী (৭)। সে স্থানীয় বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ওই শিশুটি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গেলে তাকে একটি সাপ কামড় দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সাপের কামড়ের চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়।

পরে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু চৌদ্দগ্রাম পৌঁছানোর পরই ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm