সাতকানিয়া আইনজীবী সমিতির ভোট ১৯ মার্চ

0

সাতকানিয়া আইনজীবী সমিতির ২০২০ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এক দিনব্যাপী এ নির্বাচন আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুল হক ও অ্যাডভোকেট আবু বক্কর।

এ বিষয়ে বর্তমান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন চৌধুরী কচির বলেন, আইনজীবী সমিতির নির্বাচনের ফরম বিতরণ শুরু হয়েছে ৫ মার্চ থেকে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১১ মার্চ। এছাড়া ফরম বাচাই ১২ মার্চ এবং প্রত্যাহার ১৫ মার্চ।

s alam president – mobile

সাতকানিয়া আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রাশেদ বলেন, সকলের সহযোগিতায় আমরা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে এবং পরিছন্ন একটি নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!