চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ১১ মামলার আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টায় কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম ওরফে ছাইফু কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহম্মদ ছফার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি, অপহরণ ও মাদকসহ ১১টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
এছাড়া সাতকানিয়া থানা পুলিশের বিশেষ এ অভিযানে পরোয়ানাভুক্ত আরও ০৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো ঈসমাইলের ছেলে মো. সেলিম ও আবদুস সালাম, উত্তর ছদাহা ইউনিয়নের মমতাজ বৈদ্যের ছেলে মো. ইসমাইল, মির্জাখিল কুতুবপাড়ার নাসির আহাম্মদ, পশ্চিম কাটগড় ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে মো. এনাম হোসেন আকাশ।
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ডিজে