চট্টগ্রামের সাতকানিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা একজনের মৃত্যু হয়েছে বলে জানালেও তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০.৪০ মিনিটে সাতকানিয়া উপজেলার কেরানীহাটের দক্ষিন পাশে খুনী বটতল এলাকায় মুখোমুখি দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুটি ট্রাকের ড্রাইভারই গুরুতর আহত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কারও মৃত্যু হয়েছে কী না নিশ্চিত না। তবে দুজন খুব বেশি আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসএস