সাতকানিয়ায় লায়ন ক্লাব অফ চিটাগাংয়ের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লায়ন ক্লাব অফ চিটাগাং সার্বিক তত্ত্বাবধায়নে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ম্যাক্স এস বি হাসপাতালের উদ্বোধন উপলক্ষে লায়ন ক্লাব অফ চিটাগাং সার্বিক তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ক্যাম্প কেরানীহাট সিটি সেন্টার ম্যাক্স এসবি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ সময় মশা নিধারণ স্প্রে গাছের চারা বিতরণ এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পে ডায়াবেটিস, কিডনি, বাত-ব্যথা, চর্ম ও যৌন, চোখ, দাঁত, নাক-কান-গলা, কর্ণ ছেদন ও খতনা- নার্সের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবায় বিভিন্ন নামিদামি হাসপাতালের বিশেষজ্ঞ নিয়োজিত ছিলেন।

লায়ন ক্লাব অফ চিটাগাং অগ্রণী প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ ছিদ্দিকী। এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন শাহাদাত হোসেন, লায়ন মহিউদ্দিন চৌধুরী, লায়ন আকবর আলী, লায়ন জাহাঙ্গীর মিয়া, সিটি সেন্টারের কর্ণধার আব্দুল ছোবহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ ছিদ্দিকী বলেন, লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল ১৯১৭ সাল থেকে প্রতি বছর বিশ্বের ২০০টি দেশে আমরা মানুষের সেবা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট সিটি সেন্টার ম্যাক্স এস বি হাসপাতালের উদ্বোধন উপলক্ষে ম্যাক্স হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রিতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আপনার চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন ও অন্যকে উৎসাহিত করুন। আপনি নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm