চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত যুবকের নাম নাছির উদ্দিন (২০)। তিনি কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া এলাকার শামসুল আলমের ছেলে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের এসবি ব্রিকস ফিল্ড এলাকায় মাদ্রাসায় যাতায়াতরত ছাত্রীদের ইভটিজিং করায় নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।
ডিজে