চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় কালি মন্দিরের দরজার তালা কেটে প্রতিমার স্বর্ণের চোখ ও তাজ চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এওচিয়া কালি মন্দির পরিচালনা পর্ষদের অর্থ-সম্পাদক খোকন কান্তি দাশ। খবর পেয়ে শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মন্দিরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চুরির বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মন্দিরে চুরির বিষয়ে সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব দাশ বলেন, এটা কে বা কারা করেছে তা তদন্ত করে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। এই চুরির বিষয়ে মামলা করা হবে।
এএইচ