সাতকানিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ১৬ কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজার কারাগারে

১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় সাতকানিয়ার মাহী এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল কাসেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ২ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আবুল কাসেম বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুল লতিফ বলেন, ‘মাহী এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল কাসেম আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নজিরবিহীন কৌশলে টাকা আত্মসাৎ করার দায়ে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

উল্লেখ্য, ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ২৪ নভেম্বর আবুল কাসেমের বিরুদ্ধে আদালতে মামলা করেন মাহী এন্টারপ্রাইজের মালিক আইয়ুব আলী। ওই মামলায় গত ২ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!