সাতকানিয়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা

সাতকানিয়ার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে ঢেমশা কৃষ্ণ মন্দির এবং লোকনাথ ধাম পরিচালনা পরিষদ। শোভাযাত্রা কৃষ্ণ মন্দির থেকে শুরু হয়ে লোকনাথ মন্দির এবং বিহারে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন লোকনাথ মন্দিরের সভাপতি পরিমল দাশ, সাধারন সম্পাদক স্বপন দাশ, কৃষ্ণ মন্দিরের সভাপতি দীপেন চৌধুরী, সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক, মহোৎসব উদযাপন কমিটির সভাপতি প্রফুল্ল রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক রুপেন দাশ, লোকনাথ ধামের সিনিয়র সহসভাপতি মাস্টার রতন দাশ, সাবেক সভাপতি দীপেন দাশ, যুগ্ম সম্পাদক অরুন দাশ, অর্থ সম্পাদক সুমন দাশ, তাপস দাশ, রাজীব দাশ প্রমুখ।

কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করা হয়।

রুবেল/আরিফ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm