সাতকানিয়ায় ইটভাটার চুল্লি নিভে গেল পরিবেশ অধিদপ্তরের পানিতে

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের জেরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়ায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহায়তায় এ অভিযান চালোনো হয়।

অভিযানে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামনি এলাকায় মেসার্স বাদশা ব্রিকস্ ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস্ নামক দুটি অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়।

এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটা দুটির আগুন পানি মেরে নিভিয়ে দেয়।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি চট্টগ্রাম প্রতিদিনে ‘সবুজ পাহাড় ও ফসলি জমি কেটে সাতকানিয়ায় ৬১ অবৈধ ইটভাটা!‘ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার আগুন পানি মেরে নিভিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার আগুন পানি মেরে নিভিয়ে দেয়।

প্রতিবেদনে সাতকানিয়ায় ফসলি জমি, বনাঞ্চল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে গড়ে উঠা ৬১টি অবৈধ ইটভাটা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। যা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!