s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

সাতকানিয়ায় আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

0

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি তেলের ব্যাবসায়ী নজরুল ইসলামের দোকান হতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুড়ে যায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।

এর মধ্যে আছে, জসিম উদ্দিনের জ্বালানি তেলের দোকান,জাহাঙ্গীর আলম এর ভলকানাইজিং এর দোকান, মোহাম্মদ হোসেনের মোটর সাইকেল মেরামতের দোকান, আবুল কাশেমের ক্রোকারিজের দোকান ও মো. বাবুলের জাফরাবাদ হোটেল।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ করে এ ঘটনা হওয়ায় দোকান থেকে কোন কিছুই বের করতে পারেননি।প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তরা ব্যাবসায়ীরা ধারণা করছেন ২০ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেড়ঘণ্টা সময় যান চলাচল বন্ধ ছিল। ফলে সড়কের উভয় পাশে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে চন্দনাইশ ও সাতকানিয়া রাস্তার মাথার ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm