সাতকানিয়ার স্লুইস গেইটটি এখন এলাকাবাসীর গলার কাঁটা

চট্টগ্রামের সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের হাজারীখিল এলাকার একমাত্র স্লুইস গেইটটি এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এতোদিন এলাকাবাসী স্লুইস গেইটটির সুফল পেলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি প্রায় অকেজো হয়ে গেছে। স্লুইস গেইটের ওপরে রাস্তার মাটি সরে যাওয়ায় চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্লুইস গেইটটি সংস্কার না হওয়ায় এটির পানি মূল পথ দিয়ে প্রবাহিত না হয়ে অন্যদিকে প্রবাহিত হচ্ছে। ফলে স্থানীয়দের চলাচলের রাস্তাও পানিতে তলিয়ে গেছে। এছাড়া বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় ফসলি জমির সঙ্গে নষ্ট হচ্ছে ঘরবাড়িও।

স্লুইস গেইটের ওপরের রাস্তাটি নষ্ট হওয়ায় এলাকাবাসী একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে নদী পারাপার করছে। বাঁশের সাঁকো দিয়ে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্তারা আসে আর যায়, আশার বাণীও শোনায়, কিন্তু কাজ হয় না। স্লইস গেইটের কারণে সড়ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আমরা এই বিপদ থেকে দ্রুত মুক্তি চাই।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম বলেন, এটি দেখতে শীঘ্রই আমি পরিদর্শনে যাব। এরপর যেটা প্রয়োজন সেটা করব।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm