মধ্যরাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গোলারঘাটে ছাত্রলীগের সাবেক এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এওচিয়া ইউনিয়নের গোলার ঘাটে সংঘটিত এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম মানিক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এওচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মানিককে পেছন থেকে হঠাৎ হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়।
হামলায় আহত মানিককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন সাতকানিয়া থানার এএসআই আরিফ।
তবে কী কারণে ও কেন হামলা করা হয়েছে এই বিষয়ে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি।
সিপি