চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শার আধুনিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা তালিমুল কুরআন আবদুল মান্নান নুরানী মাদ্রাসায় ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের মাঝে উৎসবের আমেজে বই বিতরণ করা হল।
বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মির্জা শোয়েব মুহিতের পৃষ্ঠাপোষকতায় অনুষ্ঠিত এই বই বিতরণ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হোসাইন মারুফ ইমতিয়াজ।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ জাহেদ।
উল্লেখ্য, সাতকানিয়ার মাদার্শা গ্রামে আধুনিক এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে এটি শিক্ষানুরাগীদের মাঝে সাড়া ফেলেছে।