সাতকানিয়ার এওচিয়ায় নৌকার প্রতীকের প্রার্থী আবু ছালেহের সমর্থনে কর্মিসভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।
রোববার (২২ মে) এওচিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মিসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক সাজাহান, এওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাসির।
সভায় বক্তারা আগামী ১৫ জুন এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মিসভায় সভাপতিত্ব করেন এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দীন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী।