সাতকানিয়া বাজারে অবৈধ স্থাপনা তৈরির কাজ বন্ধ করে দিল প্রশাসন

চট্টগ্রামের সাতকানিয়া পৌর সদরে জেলা প্রশাসনের মালিকানাধীন দেওয়ানহাট বাজারে অনুমতি ছাড়া শেড নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সাতকানিয়া বাজারে অবৈধ স্থাপনা তৈরির কাজ বন্ধ করে দিল প্রশাসন 1

সোমবার (২৩ অক্টোবর) সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

জানা গেছে, প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে বাজারের উত্তরাংশের খোলা জায়গাজুড়ে বিশাল শেড নির্মাণ হচ্ছিল পৌর কর্তৃপক্ষের তদারকিতে।

এদিকে সাতকানিয়া পৌরসভা কর্তৃপক্ষ দাবি করছে, এটি পৌরসভার কাজ নয়। এটি প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে একটি প্রকল্পের মাধ্যমে এটি নির্মাণ করা হচ্ছে।

এ প্রসঙ্গে পৌর সচিব রেজাউল করিম বলেন, দেশের ১৫টি পৌরসভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে এটি বাস্তবায়িত হচ্ছে। এখানে পৌরসভার কোন সংশ্লিষ্টতা নেই।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এটা সরাসরি ঢাকা থেকে পৌর মেয়রদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এসব বিষয় সম্পর্কে জানা নেই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm