চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরী।
তিনি বলেন, ‘নারীরা পড়ালেখা করে জনসম্পদে পরিণত হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।’
অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ রকিবুল হক দিপু, মোহাম্মদ কামাল উদ্দীন ও মোহাম্মদ ইসমাইল।
এছাড়া শিক্ষকদের মধ্যে অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক ছমি উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং একাডেমিক ডায়েরি তুলে দেওয়া হয়।