সাতকানিয়ার মাদার্শায় বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের সভা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শায় ‘বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের’ ১৩তম বার্ষিক সভা ও খতনা ক্যাম্প সম্প্রতি সম্পন্ন হয়েছে।

এর আগে শতাধিক ছেলেকে সম্পূর্ণ বিনামূল্যে সুন্নতে খতনা করা, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, লুঙ্গি, টিশার্ট, গামছা ও টুপি উপহার দেওয়া হয়। এছাড়া এ বছর দুজন ছাত্র হেফজ সম্পন্ন করায় দস্তারবন্দি প্রদান করা হয়।

কমপ্লেক্স সভাপতি আলী আহমদের সভাপতিত্বে কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা বশির উদ্দিন আহমদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত, রাহাজানি ও বখাটেদের উৎপাত থেকে রক্ষা করতে হলে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

প্রধান ওয়ায়েজ হাজী শরিয়ত উল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চাটগাঁমী ইসলামী শিক্ষার প্রয়োজনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বার্ষিক সভায় আরও আলোচনা করেন মাওলানা জালাল উদ্দিন, মাওলানা সাহাব উদ্দিন, মাওলানা ইসমাঈল শহীদ।

Yakub Group

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাশেম সওদাগর, মোহাম্মদ ইদ্রিস, নেজাম উদ্দিন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ দিদার, মোহাম্মদ ইউসুফ, আবুল কালাম, আবদুল গফুর।

সভা সঞ্চালনা করেন ফরহাদ হোসেন ও হাফেজ আবদুর রশিদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!