চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ মে) প্রধান অতিথি ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর। তারাই উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করেছে।’
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নিজেদের সন্তানকে যেভাবে আদর-যত্ন দিয়ে গড়ে তোলার চেষ্টা করেন, ঠিক সেভাবেই শিক্ষার্থীদেরও গড়ে তুলবেন। তাদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, দাতা সদস্য মোহাম্মদ হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দীন, ওমর ফারুক ভুট্টো, সুলতান মির্জা।