সাতকানিয়ায় সালিশ ভাঙতে রক্তাক্ত হামলা, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের সাতকানিয়ায় সালিশি বৈঠকের আগেই রীতিমতো রণক্ষেত্র! এলাকার এক বিরোধ মেটাতে ডাকা হয়েছিল সালিশ, কিন্তু তার আগেই হামলা, রক্তাক্ত হলেন সমাজপতি। ঘটনার জেরে দুই অভিযুক্তকে পাঠানো হয়েছে কারাগারে।

সালিশি বৈঠককে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. মহিউদ্দিন (২৬) ও আনোয়ার মোহাম্মদ শহীদ (২৭) নামের দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে আনোয়ার

বুধবার (১৮ জুন) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম সারোয়ার জামিন শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান জানান, এ মামলায় মোট চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মো. মোস্তাফিজ ও মো. সালমানকে জামিন দিলেও মহিউদ্দিন ও শহীদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত ৬ জুন, সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পাহাড়কুল নয়াপাড়ায়। ওই দিন স্থানীয় রবিউল আউয়ালের ঘরের টিনে ঢিল ছোড়াকে কেন্দ্র করে তার সঙ্গে রেজাউল করিম, মো. আরাফাত ও মো. আয়াতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা রবিউলকে মারধর ও ছুরিকাঘাত করে।

রবিউল স্থানীয় সমাজপতি মো. ইদ্রিছকে বিষয়টি জানালে তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য ৮ জুন সালিশি বৈঠকের আয়োজন করেন। তবে এক পক্ষ অনুপস্থিত থাকায় বৈঠকটি পিছিয়ে ৯ জুন নির্ধারণ করা হয়।

এর আগেই ৮ জুন দুপুরে সালিশি বৈঠক বানচাল করতে অভিযুক্তরা দলবদ্ধভাবে সমাজপতি মো. ইদ্রিছের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়।

পরে ১০ জুন মো. ইদ্রিছ (৬০) সাতকানিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি তদন্ত করছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm