তানভিরুল হোসেন প্রকাশ তুর্কী নামের এক যুবককে গ্রেপ্তার করায় সাতকানিয়ায় ‘আনন্দ মিছিল’ হয়েছে। ঘরে ঘরে বিতরণ করা হয়েছে মিষ্টি। পুলিশ বলছে, ওই যুবক সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়ার ‘শান্তিপ্রিয় জনতা’র ব্যানারে এই আনন্দ মিছিল করা হয়। মিছিলটি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মো. আলমগীর, মনজুরুল আলম মেম্বার, নাসির উদ্দিন, আরিফ মুন্না, মো. আরমান, খোকা তালুকদার, মো. রুবেল, মো. জাহেদ, জিয়াবুল হোসেন ও আবু সুফিয়ান।
তানভির হোসেন প্রকাশ তুর্কীকে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নিজ বাড়ি মাইজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।