সাতকানিয়ায় ‘সন্ত্রাসী’ তুর্কীকে গ্রেপ্তারে আনন্দ মিছিল

তানভিরুল হোসেন প্রকাশ তুর্কী নামের এক যুবককে গ্রেপ্তার করায় সাতকানিয়ায় ‘আনন্দ মিছিল’ হয়েছে। ঘরে ঘরে বিতরণ করা হয়েছে মিষ্টি। পুলিশ বলছে, ওই যুবক সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়ার ‘শান্তিপ্রিয় জনতা’র ব্যানারে এই আনন্দ মিছিল করা হয়। মিছিলটি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মো. আলমগীর, মনজুরুল আলম মেম্বার, নাসির উদ্দিন, আরিফ মুন্না, মো. আরমান, খোকা তালুকদার, মো. রুবেল, মো. জাহেদ, জিয়াবুল হোসেন ও আবু সুফিয়ান।

তানভির হোসেন প্রকাশ তুর্কীকে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নিজ বাড়ি মাইজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm