চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ‘দৈনিক দ্য ইভনিং নিউজ’র চট্টগ্রামের ব্যুরো প্রধান কামরুল ইসলাম ও শিশু আবদুল্লাহ রাফি গুলিবিদ্ধের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি)।
ঘটনার তিনদিন পর বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা ডিবির পুলিশ পরিদর্শক (ওসি) নুর আহম্মেদ। পরে আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার আবুল কাশেমের ছেলে ও মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম মানিক ওরফে টোকাই মানিক (৩৫), একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আবদুর রহিম ওরফে ডালিম (৩৫) এবং আবদুর শুক্কুরের ছেলে মো. মিজান (৩০)।
এই ব্যাপারে জেলা ডিবির পুলিশ পরিদর্শক (ওসি) নুর আহম্মেদ জানান, গত বুধবার সন্ধ্যার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের রাতেই আসামিদের দেখানো ও তাদের হেফাজতে থাকা অবস্থা থেকে এওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকা থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে মানিকের বিরুদ্ধে আটটি, ডালিমের বিরুদ্ধে ১০টি ও মিজানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করে আদালতে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গত ২৩ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে কোমল পানীয় পান করে গল্প করছিলেন এসএম কামরুল ইসলাম। এই সময় একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি চালালে প্রথমে গুলি লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে বুকে ঠেকিয়ে গুলি করতে চাইলে কামরুল হাত দিয়ে অস্ত্রে আঘাত করলে গুলিগুলো তার বাম উরু ও ডান পায়ে লাগে। এই সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে চকলেট কিনতে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু আবদুল্লাহ রাফিও গুলিবিদ্ধ হয়।
এই ঘটনায় পরদিন কামরুল ইসলামের স্ত্রী সাতকানিয়া থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। এতে আরিফুল ইসলাম ওরফে টোকাই মানিকসহ নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়।
ডিজে