সাতকানিয়ায় ভূমিদস্যু চক্র তৎপর, জমি দখলের অপচেষ্টায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ!

রাজনৈতিক পট পরিবর্তনের পর পরই চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শায় এক ব্যক্তির জায়গা দখল করে নেওয়ার জন্য ওঠেপড়ে লেগেছে সংঘবদ্ধ একটি চক্র। তারা ফেসবুকে বিভিন্ন পেইজ খুলে সেখানে অপপ্রচারও চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রামের একটি মার্কেটে কর্মরত মাদার্শা ১ নম্বর ওয়ার্ডের মক্কার বাড়ির বাসিন্দা শাহ আলম এ ব্যাপারে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শাহ আলম বলেন, এদের অপপ্রচারের কারণে সামাজিকভাবে আমার মানসম্মান প্রচণ্ডভাবে ক্ষুণ্ন হচ্ছে। ভূমিদস্যু চক্রটি নানা অপপ্রচার চালিয়ে ও গায়ের জোরে আমার কেনা জায়গা দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীও তাদের অপকর্মে অতিষ্ট হয়ে উঠেছে।

অভিযোগে শাহ আলম বলেন, ২০০০ সালে স্থানীয় ওসমান গনি নামের এক ব্যক্তির বিশেষ কারণে টাকার প্রয়োজন হওয়ায় তিনি ওয়ারিশসূত্রে প্রাপ্ত জায়গার দখল বিক্রি করার প্রস্তাব দেন। আমি ওই জায়গার দখল কিনতে সম্মত হই। পরে ওসমান গণির ওয়ারিশসূত্রে বন্দোবস্তিমূলে পাওয়া স্বত্ব ৬ একর ৫৩ শতক জমির দখল আমি দুই লাখ ৮০ হাজার টাকা দিয়ে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কিনে নিই। ওসমান গনি পরে আরও জায়গার দখল বিক্রি করার প্রস্তাব দিলে আমি ওই জায়গাও নিতে সম্মত হই। আমি তার কাছ থেকে আরও ১ একর ১২ শতক জমির দখল এক লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কিনে নিই।

শাহ আলম বলেন, জায়গাগুলোর দখল কেনার পর থেকে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ রোপণ করে ২৫ বছর ধরে ভোগদখল করে আসছি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ওসমান গণি ও তার সহযোগীরা গত বছর হঠাৎ করে আমার বাগান থেকে আমসহ বিভিন্ন ফলফলাদি জোর করে নিয়ে যায়। আমি তাদের মানা করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি-ধমকি দিয়ে যায়। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান কার্যালয়ে শালিস হলেও ওসমান গণি কোনো কিছু মানতে অস্বীকার করেন।

শাহ আলম অভিযোগ করেন, এর মধ্যে ৬ মার্চ ‘অগ্রযাত্রা’ নামের একটি ফেসবুক পেইজে আমার নামে কুৎসা রটনা করে একটি ভুয়া ও বানোয়াট ভিডিও প্রচার করা হয়। এ কারণে এলাকা ও আমার আত্মীয়স্বজনদের কাছে আমার মানসম্মান ক্ষুন্ন হচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক পেইজ খুলে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত চাঁদা চেয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm