সাতকানিয়ায় বিনামূল্যে ঔষধি ও ফলদ চারা বিতরণ কর্মসূচি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘এতিম দুঃস্থ মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে বিনামূল্যে ঔষধি ও ফলদ চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় সাতকানিয়ার গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুরাতন ভবনে আয়োজিত এই কর্মসূচিতে নয়টি সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মাঝে তিন শতাধিক ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে।

এতিম দুঃস্থ মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা-সভাপতি মৌলানা জমিরুল হক সিকদারের সভাপতিত্বে চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়নের আমীর শাহাদাত হোসাইন চৌধুরী। উদ্বোধক ছিলেন সাবেক বন কর্মকর্তা শফিকুর রহমান।

সঞ্চালনায় ছিলেন এতিম দুঃস্থ মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তানভীর সিকদার। অন্যতম সদস্য মুহাম্মদ তাফহিম ও আব্দুল্লাহ আল মাহির সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক ব্যক্তিত্ব ও সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য খুরশেদুল আলম, সাবেক গ্রাম প্রতিনিধি জনাব সিরাজুল ইসলাম, গারাংগিয়া রব্বানী মহিলা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মৌলানা শিব্বির হোসাইন, জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়নের সেক্রেটারি ডা. মনির উদ্দীন, গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, আজকের পৃথিবীতে যে অসুস্থ পরিবেশ, যে প্রাকৃতিক বিপর্যয় এসবের ভারসাম্য ঠিক রাখতে গাছের কোনো বিকল্প নেই। সংস্থার চারা বিতরণ কর্মসূচি আগামীর পৃথিবীতে কৃত্রিমতা কাটিয়ে সুন্দর ও সুস্থতায় প্রভাব ফেলবে যদি সবাই গাছের প্রয়োজনীয়তা অনুভব করি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm