সাতকানিয়ায় বিনামূল্যে বীজ পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নলুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ করেছে ভারটেক্স গ্রুপ।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিনামূল্যে উন্নত জাতের এসব বীজ বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে বীজ বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী কর্মকর্তা প্রকাশ দত্ত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, আওয়ামী লীগ নেতা আবচার উদ্দিন, নুরুল কবির সওদাগর, আহমদ ছফা, শামসুল ইসলাম, খায়ের আহমেদ, আলী আহমদ, আবু তাহের, ভারটেক্স গ্রুপের পক্ষে মো. কাউছার আলম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm