সাতকানিয়ায় বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শায় আগামী ৩ বছরের জন্য ‘বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সে’র নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে এক সভা শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপদেষ্টা জামাল হোসেনের সভাপতিত্বে কমপ্লেক্স অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সকল সদস্য ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে কমপ্লেক্স প্রতিষ্ঠাতা, বশির উদ্দিন আহমদকে সভাপতি, নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হেলালকে অর্থ সম্পাদক করে ২৬ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সহ সভাপতি মোহাম্মদ ইসহাক লিটন, কামাল উদ্দিন, মোহাম্মদ জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, সহ অর্থ সম্পাদক- মোহাম্মদ গফুর, মোহাম্মদ দিদার, প্রচার সম্পাদক: আবুল কালাম, দপ্তর সম্পাদক: মোহাম্মদ হাসান, ধর্মীয় সম্পাদক: মোহাম্মদ ইব্রাহিম, সদস্য : আবুল হোসেন, আকতার হোসেন, মোহাম্মদ মালেক, শাহাদত হোসেন, আবুল বশর, ফকির আহমদ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রফিক, সুমন, সিরাজ, ফয়সাল ও তৌহিদ।

সভা শেষে কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও নতুন কমিটির সহযোগিতা কামনা করে মোনাজাত করেন কমপ্লেক্সের খতিব মাওলানা জালাল উদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!