চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরের সময় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুবপাড়ায় ঘটেছে।
নিহত শিশুটির নাম মোহাম্মদ আরাজ বিন আরিফ (৩)। সে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছমতি আলীনগর এলাকার সোনা জানি বাপের বাড়ির মোহাম্মদ আরিফুল ইসলামের ছেলে।
নিহত শিশুর চাচা মোহাম্মদ রুমন ও সাবেক ইউপি সদস্য ফরমান আলী নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আরাজ খেলার সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য ফরমান আলী আরও জানান, সোমাবার নিহত আরাজ তার মা’র সঙ্গে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার নানা বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটি মারা যায়।
ডিজে