চট্টগ্রামের সাতকানিয়ায় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। সাতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নিহত যুবকের নাম মো. দেলোয়ার হোসেন।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইমন জানান, তার বাবা আহত হওয়ার পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিইউ’র সংকট থাকায় নগরীর বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্টের আইসিইউতে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২১নভেম্বর) সন্ধ্যায় পুনরায় তার বাবাকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে সোমবার বিকাল ৪টার দিকে বাবা মারা যান।
এর আগে দেলোয়ার হোসেন ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন । এরপর কিছু দুর্বৃত্ত মোবাইলে ফোন করে তাকে হুমকি-ধমকি ও মেরে ফেলার ভয় দেখান। এর জের ধরে ১৮ নভেম্বর রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মুখোশ পরা ১০-১২ জনের একদল দুর্বৃত্ত কিছু বুঝে ওঠার আগেই তাকে বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। এ সময় আগে থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় তুলে নিয়ে দক্ষিণ চরতির পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে।
পরে মৃত ভেবে সড়কে ফেলে দিয়ে কাঞ্চনা ইউনিয়নের দিকে অটোরিকশায় পালিয়ে যায় দুর্বৃত্তরা। আঘাতের প্রথম দিকে কয়েকটি অটোরিকশা নিয়ে আরও ১০- ১২ জন দুর্বৃত্ত সড়কে দাঁড়িয়েছিল। তারা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে গত ১৯ নভেম্বর ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজে