সাতকানিয়ায় আবদুল মান্নান ইবতেদায়ী মাদ্রাসার বিদায় অনুষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা

চট্টগ্রামের সাতকানিয়া মাদার্শা ইকরা তালিমুল কুরআন আবদুল মান্নান ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জাহেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধিত করা হয়েছে। এছাড়াও নূরানী মাদ্রাসাটির পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাতকানিয়ায় আবদুল মান্নান ইবতেদায়ী মাদ্রাসার বিদায় অনুষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা 1

সাতকানিয়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বাছাইকরণে দ্বিতীয় স্থান পান মাদ্রাসাটির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জাহেদ।

সম্প্রতি মাদ্রাসা শ্রেণিকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় মাস্টার ট্রেইনার বকতিয়ার হোছাইন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর রফিক, আবদুল মজিদ, মাওলানা রিফাত উদ্দীন থানভী প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm