সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শার আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা তালিমুল কুরআন আবদুল মান্নান নুরানী মাদ্রাসায় বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন ক্লাসের শতাধিক শিক্ষার্থীর মাঝে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।
এতে পৃষ্ঠপোষকতা দেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মির্জা শোয়েব মুহিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতকানিয়া থানার সাধারণ সম্পাদক জনাব হোসাইন মারুফ ইমতিয়াজ।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ জাহেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ হারুন, মোহাম্মদ কামাল হোসেন এবং সমাজসেবক মঈন বিন মান্নান।
বই বিতরণ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।