চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সাড়ম্বরে আয়োজিত হল বিজ্ঞান মেলা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞান মেলার উদ্বোধন করেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএনএম মনজুরুল হক মজুমদার।
বিজ্ঞান মেলায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ.এইচ রাশেদুল হোসেন, বাংলাদেশ মিলিটারি একাডেমির তড়িৎ ইলেকট্রনিক্স এণ্ড কমিউনিকেশন প্রকৌশল বিভাগের প্রভাষক আসিফ নুর জামি এবং চট্টগ্রাম বিশ্ববিদালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহানা রুমঝুম ভুঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধান শিক্ষক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষকসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকবৃন্দ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বিজ্ঞান মেলা পরিদর্শন করেন।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পাশাপাশি গানার্স ইংলিশ স্কুল, নেভি অ্যাঙ্কোরেজ স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, পিএইচ আমীন ও গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট নিয়ে এই উৎসবে যোগদান করে।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
শেষে অধ্যক্ষ তার বক্তব্যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারের সাথে পরিচিত হওয়া ও নিজেদের বিজ্ঞানমনস্ক বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি এধরনের সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।