সাজেকে যাওয়া যাবে না দুই দিন, বন্ধ থাকবে কটেজ-রিসোর্টও

0

আগামী রোববার ও সোমবার দেশে পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকরা যেতে পারবেন না। ওই দুই দিন সাজেকে বন্ধ থাকবে সব ধরনের ।

৭ জানুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) ও সোমবার (৭ ফেব্রুয়ারি) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অবস্থিত সব ধরনের কটেজ-রিসোর্ট দুই দিন বন্ধের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রশাসনের নির্দেশনা আসার পর কটেজ মালিকদেরও সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।

s alam president – mobile

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফুল ইসলাম জানান, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউপি ভোটকে কেন্দ্র করে ভোট সংশ্লিষ্ট ব্যতিত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে। এ সময়ে সাজেক ভ্যালিতে পর্যটক আসা-যাওয়াও বন্ধ থাকবে। এছাড়া ৬ ও ৭ ফেব্রুয়ারি এই দুই দিন সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে বলা হয়েছে।

রাঙামাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে পার্বত্য জেলার তিন উপজেলায় ১৯ ইউপিতে (ইউনিয়ন পরিষদ) ভোট অনুষ্ঠিত হবে।

১৯ ইউপির মধ্যে রয়েছে বাঘাইছড়ি উপজেলায় ৮টি, লংগদু উপজেলায় ৭টি এবং জুরাছড়ি উপজেলায় ৪টি।

Yakub Group

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm