সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, ৬ শ্রমিক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ নামের এলাকায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট শ্রমিক।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ইউএনও শিরিন আক্তার জানান, সাজেক উদয়পুর সীমান্ত সড়কে একটা ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে ছয় জন শ্রমিক মারা গেছেন। আরও আট জন শ্রমিক আহত হয়েছে। আহতদের সেনাবাহিনীরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা যায়নি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm