সাজেকে জিপ খাদে পড়ে পর্যটকের প্রাণহানি, আহত ৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী জিপ পাহাড়ী খাদে পড়ে গেছে।

এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাগর আহমেদ (৩২)।

দুর্ঘটনায় আহতরারা হলেন, ঢাকার বাসিন্দা মনিয়ামুন (২৯), বর্না আক্তার (৩২), নুর নাহার (২৫), লিটু (৩২), দিদার হোসেন (২৬)।

s alam president – mobile

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা এসব বিষয় নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকাল ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পরে যায় গাড়িটি। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে। আরেকটি জিপে করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, ‘আমরা সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনা কবলিত পর্যটকরা সকলেই ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।’

এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm