সাজেকের দুয়ার খুলছে পর্যটকদের জন্য

মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে পার্বত্য চট্টগ্রামের দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্রের দুয়ার খুলতে যাচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম তিন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ার পর করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় অন্যান্য বিনোদন কেন্দ্রের মতো সাজেক পর্যটন কেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (২৬ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সেটি খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায়।

তবে স্বাস্থ্যবিধি মেনেই পর্যটকদের বিনোদন কেন্দ্রে যেতে হবে বলে জানিয়েছে প্রশাসন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!