রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬০ থেকে ৭০টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে। তবে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‘মনটানা রিসোর্ট’র পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্ট ও কটেজে। তিন ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হলে কয়েকশ পর্যটক এ সময় রিসোর্ট ও কটেজ থেকে বেরিয়ে যান। স্থানীয় বাসিন্দা ও রিসোর্টের লোকজন শুরু থেকে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত প্রায় ৭০টিরও বেশি কটেজ ও রিসোর্ট আগুনে পুড়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, আগুনের কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ অন্তত ৬০ থেকে ৭০টি স্থাপনা পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ডিজে