সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় অনীল চন্দ্র শীল নামের ৫৮ বছর বয়সী এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) উপজেলা খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১৯৮৪ সালের একটি হত্যা চেষ্টা মামলায় আদালত অনীল চন্দ্র শীলকে ৩০ বছরের কারাদণ্ডাদেশ দেন। এর পর থেকে তিনি দীর্ঘদিন ধরে ওমানে ছিলেন। কয়েকবছর আগে তিনি দেশে এসে কক্সবাজারের বিভিন্নস্থানে সেলুনে কাজ করছিলেন। আজ খাগরিয়ার নিজ বাড়িতে অবস্থান করছিল এমন খবর পেয়ে সাতকানিয়া থানার এএসআই জিহাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খাগরিয়া থেকে ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm