সাতকানিয়ায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের সাতকানিয়ার সাঙ্গু নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শ্রমিকের নাম আবদুল হামিদ (১৮)। তিনি উপজেলার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

বুধবার (২৯ মার্চ) বিকাল ৪টার সময় উপজেলার আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন সাঙ্গু নদীতে কালবৈশাখী ঝড়ের সময় বালুবাহী নৌকা উল্টে গেলে ওই শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকাল থেকে ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

s alam president – mobile

নিখোঁজ হামিদের বড় ভাই মো. ইসমাইল বলেন, ‘ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোডের কাজ করত। আজ হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সঙ্গে বালু তুলতে নদীতে চলে যায়।’

তিনি বলেন, ‘বিকাল ৩টার সময় কালবৈশাখী ঝড়ে নৌকা উল্টে গেলে দু’জন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়।’

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কারনায়েন বলেন, ‘নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পর পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে নিখোঁজের সন্ধানে কাজ করছেন।’

Yakub Group

বুধবার রাত ১০টা পর্যন্ত ওই শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!