সাঙ্গুতে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের আনোয়ারায় সাঙ্গু নদীতে ভেসে এলো অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ। পরে অজ্ঞাত লাশটি নদীর তীরে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদী থেকে অজ্ঞাতনামা এই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, জোয়ারের পানি কমলে নদীর তীরে লাশটি পরে থাকতে দেখা যায়। পরে লাশের বিষয়ে থানা পুলিশকে অবহিত করে।

স্থানীয়রা ধারণা করেছেন বন্যায় নিখোঁজ হওয়া কোন ব্যক্তি হতে পারে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, সাঙ্গু নদীতে ভেসে আসা এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার হয়েছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm