সাগরে নৌকাডুবিতে ২৭ রোহিঙ্গার খোঁজ মিলছে না

0

ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে নৌকাডুবিতে ২৭ জন রোহিঙ্গা নাগরিক নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সন্দ্বীপ চ্যানেলে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

ভাসানচর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রহিঙ্গা পালিয়ে যায়। চট্টগ্রামের সামুদ্রিক সীমনায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়। শনিবার ভোর রাতের দিকে পার্শ্ববর্তী মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন ২৭ জন।

s alam president – mobile

কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রউফ জানান, ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ভাসানচর থেকে ১৪ থেকে ১৫ কিলোমিটার পূর্বে চট্টগ্রাম আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত নৌকায় ৪১ জন রোহিঙ্গা নাগরিক ছিলেন। এর মধ্যে ১৪ জন সাঁতার কেটে ও জেলেদের নৌকায় উঠে শনিবার (১৪ আগস্ট) ভোরে ভাসানচর ক্যাম্পে ফিরেছেন। তারা ফিরে আসার পর দুর্ঘটনার কথা আমরা জানতে পারি।

আব্দুর রউফ আরও জানান, ভাসানচর ও সন্দ্বীপের কন্টিনজেন্টসহ নৌবাহিনীর জাহাজের মাধ্যমে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনও পর্যন্ত কোন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার হয়নি।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!