চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা শিল্প এলাকায় গার্মেন্টস থেকে মালামাল বের করার সময় চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। চাঁদা না দেওয়ায় গাড়ি মালামাল লোড করার কাজও তারা বন্ধ করে দেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়তলীর সাগরিকা শিল্প এলাকার এইচ বি ইন্টিমেটস লিমিটেড নামের গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদের ইশারায় তার অনুসারীরা এ ঘটনা ঘটায় বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোহাম্মদ মহিউদ্দিন। তিনি মেসার্স আফ্রিদি অ্যান্ড মাশরাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
ভুক্তভোগী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বুধবার দুপুর ২টার দিকে এইচ বি ইন্টিমেটস লিমিটেড নামের ওই গার্মেন্টস থেকে দরপত্র অনুযায়ী মাল নেওয়ার পর তার গাড়িতে লোড করতে থাকি। এ সময় এরশাদের অনুসারী কিছু স্বেচ্ছসেবক দলের নেতাকর্মী এসে কাজ বন্ধ করে দেয়। তারা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গাড়িতে মালামাল তোলার কাজ বন্ধ করে দেয়। বিষয়টি থানায় জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে নগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ বলেন, ‘দলের ছেলেরা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসা করতে চাইছে। উভয়পক্ষ আমাকে ফোন করছে। আমি একটু বাইরে এসেছি, গিয়ে বিষয়টি দেখছি।’
পাহাড়তলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘অভিযোগ শুনেছি। এরপর সেখানে আমাদের একটি টিম পাঠিয়েছি।’
জেএস/ডিজে