সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, টেকনাফে ২২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৮ জন নারী, ১ জন শিশু এবং ৩ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাস করছিল। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় টেকনাফের শামলাপুর নোয়াখালীয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী। তিনি বলেন, ‘একটি মানব পাচারকারী চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নোয়াখালীয়াপাড়া এলাকায় জমায়েত করেছিল। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাগর তীরে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ রোহিঙ্গাকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ক্যাম্পে পাঠানো হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!