s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

সাগরপথে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার টেকনাফে

0

কক্সবাজারের টেকনাফ উপকূলে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ২০ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। তারা সকলে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফের বড়ডেইল সৈকত থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মীর ইমরান উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার (২৫ এপ্রিল) বড়ডেইল মৎস্যঘাট থেকে তারা সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রাকালে বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পরে ট্রলারটি। এসময় তাদের মালপত্র লুট করে ইঞ্জিন নষ্ট করে দেয় ডাকাতরা। পরে তারা কূলে ভেসে আসে। উদ্ধার রোহিঙ্গাদের শরণার্থিী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের সাথে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

শরণার্থিী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, করোনা স্বাস্থ্যবিধি মেনে এবং যাচাই বাছাই করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm