সাঈদীর ‘প্রশংসা’ করায় ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (১৬ আগস্ট) বিকালে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই তিন নেতাকে ‘সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে জড়িত হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।’

অব্যাহতি পাওয়া ওই তিন নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মো. তাউসিফ ও উপ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের তিন নেতাকে উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। সেই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।’

জানা গেছে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ওই তিন নেতা ফেসবুকে পোস্ট দেন। এর মধ্যে ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে দলের বাইরে উনি আমার প্রিয় ইসলামিক বক্তা। যার ওয়াজ শুনে আমরা বড় হয়েছি।’

তবে গাজী আমজাদ অভিযোগ অস্বীকার করে এর জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতিকে দায়ী করেছেন। তিনি দাবি করেছেন, তান সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া আরেক নেতা আবদুল্লাহ আল মাসুম দাবি করেছেন, তার নামে ভুয়া আইডি খুলে ওই পোস্টটি করা হয়েছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm