সাঈদীর প্রতি সমবেদনা জানিয়ে পদ হারালেন চট্টগ্রামের দুই ছাত্রলীগ নেতা

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে সমবেদনা জানিয়ে পোস্ট দেওয়ায় দুই নেতাকে অব্যাহতি দিয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগ। এছাড়া একই অভিযোগে তিন নেতার অব্যাহতি দিয়েছে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ।

বুধবার (১৬ আগস্ট) জেলা ও উপজেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক সাজেদুল হক সাজ্জাদ ও সহ-সম্পাদক শাহাজাহান হাবীবকে অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে সন্দীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সহ-সম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য নুরুল আফছার ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়।

আরএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!