সাইডারের ১৬ শিক্ষার্থীর অংশগ্রহণে সিঙ্গাপুরে তিনদিনের সম্মেলন শুরু

সিঙ্গাপুরের সানটেক সিটি কনভেনশন সেন্টারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলন ৯ অক্টোবর উদ্বোধন হয়েছে।

সম্মেলনে চট্টগ্রামে ইংরেজি মাধ্যমের নামি শিক্ষাপ্রতিষ্ঠান সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলনে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা
মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলনে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা

৯ অক্টোবর উদ্বোধনী অধিবেশনে এসব শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন সাবিক জাওয়াদ, মো. আরাফ চৌধুরী, তাজওয়ার হাসনাত এলমান, সৈয়দা সানজিদা হাসান, ওয়াসিকুল আলম শেঠ, রামিসা মালিয়াত সিমরান, আনাগ ত্রিপাটী, মেহরাজ মোরসালিন আহমেদ, তাসফিয়া হোসেন, উৎকষর্ বড়ুয়া, সাহরিদা সুবাইতা চৌধুরী, ইসপিতা দত্ত, নওরিন ইসলাম, জায়ান মোস্তফা, সুবাহ সোহা ও আবরার ফাসিহ।

স্কুলের উপাধ্যক্ষ নীতি ত্রিপাটী ও এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর বিপ্লব মল্লিকের নেতৃত্বে শিক্ষার্থীরা ৩ দিনব্যাপী (৯-১১ অক্টোবর) সম্মেলনে অংশগ্রহণ করে সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। ১৩ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলনে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা
মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলনে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা

চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ক্যামব্রিজ শাখার সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ১৬ শিক্ষার্থী সিঙ্গাপুরের ‘অক্সফোর্ড মডেল ইউনাইটেড ন্যাশন্স’ সম্মেলনে অংশগ্রহণের জন্য ৬ অক্টোবর সিঙ্গাপুর যান।

এশিয়া মহাদেশের প্রায় ১৫টি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণ করছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!