বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আনোয়ারা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়া ও চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা সদর শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
মানববন্ধনে সাংসদ মোস্তাফিজুর রহমানের সন্ত্রাসীমূলক আচরণের সুষ্ঠু বিচার ও তাঁর সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম আবু তাহের, তরপীসেন মিত্র, আবদুল খালেক, সিরাজুল ইসলাম, মো. হোসেন বাবু, মো. আলম, মো. রুস্তম আলী, মো. বাদশা, মো. নুরুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল হান্নান ও মুক্তিযোদ্ধার সন্তান বোরহান উদ্দিন চৌধুরী মুরাদসহ উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
এসএ